kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

অনলাইন শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক   

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, অনলাইনে শুধু লেকচার দিলেই চলবে না। বরং অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি তাঁদের অর্জন যাচাইয়ের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নইলে অনলাইন শিক্ষা কার্যকর হবে না। গতকাল সোমবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ওপেন রিসোর্স তৈরি, ব্যবহার এবং অনলাইন শিক্ষা কার্যক্রম বিষয়ক এক ভার্চুয়াল কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, করোনা-পরবর্তী সময়েও অনলাইন শিক্ষা ও ব্লেন্ডেড লার্নিং কার্যক্রম চালিয়ে যেতে হবে। এ ব্যবস্থাকে টেকসই করতে ইউজিসি ব্লেন্ডেড লার্নিং পলিসি তৈরিতে কাজ করছে। ইউজিসি চেয়ারম্যান জানান, দেশের সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ ও শক্তিশালী ইন্টারনেট সেবা নিশ্চিত করতে না পারলে সব শিক্ষার্থীকে অনলাইন শিক্ষার আওতায় আনা সম্ভব নয়। এ ছাড়া ডিভাইস কেনার সামর্থ্যও অনেক শিক্ষার্থীর নেই। এ ক্ষেত্রে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঋণ দেওয়া এবং সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মো. আবু তাহের, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান প্রমুখ।সাতদিনের সেরা