kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

শহীদ জিয়া ছাত্র পরিষদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই

নিজস্ব প্রতিবেদক   

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামের কোনো সংগঠনের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দলটির দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

নিজের সই করা ওই বিজ্ঞপ্তিতে প্রিন্স বলেন, ‘‘আমরা লক্ষ করছি, ‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামের একটি সংগঠন তৈরি করা হয়েছে। এ বিষয়ে সুস্পষ্টভাবে জানাচ্ছি, সংগঠনটির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই।’’

সংগঠনটি বিএনপির অধিভুক্ত কোনো সংগঠন নয় জানিয়ে তিনি বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।সাতদিনের সেরা