kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

বুড়িগঙ্গা নদীতে শিশুর লাশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবুড়িগঙ্গা নদীর কাজিরগাঁও এলাকায় রেল সেতুর ৯৭ নম্বর পিলারের কাছে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক শিশুর (১৩) লাশ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পাগলা নৌ পুলিশের এসআই জমশের আলী জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় লোকজন বুড়িগঙ্গা নদীর কাজিরগাঁওয়ে ওই রেল সেতুর কাছে শিশুটির লাশ ভাসতে দেখে। তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে জানালে পাগলা নৌ পুলিশ সেখানে যায়। শিশুটির লাশ উদ্ধার করে পরে হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে শিশুটি পানিতে ডুবে মারা যেতে পারে। লাশের পরিচয় পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।সাতদিনের সেরা