kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

রাষ্ট্রদূত ইতো নাওকি

রোহিঙ্গা সংকট সমাধানের চেষ্টা করবে জাপান

কূটনৈতিক প্রতিবেদক   

২৬ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে জাপান মিয়ানমারের সঙ্গে চেষ্টা চালাবে বলে জানিয়েছেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, ভবিষ্যতে পুরো অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে রোহিঙ্গা ইস্যু অত্যন্ত সম্পৃক্ত। রাষ্ট্রদূত গতকাল রবিবার ঢাকায় কসমস গ্রুপ আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে এ কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখন যা বলতে পারি তা হলো জাপান মিয়ানমার পক্ষের সঙ্গে এবং এর সামরিক বাহিনীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরার সুযোগ যথার্থ সময়ে কাজে লাগাবে।’

বাংলাদেশ ও জাপান আগামী বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে। রাষ্ট্রদূত ইতো নাওকি জাপান ও বাংলাদেশের বহুমুখী সহযোগিতার দৃঢ় অংশীদারী উচ্চ পর্যায়ে উন্নীত করার জন্য পাঁচটি চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন। এগুলো হলো বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারি উন্নয়ন করা, বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরো আকর্ষণীয় করা, জনগণের মধ্যে বিনিময় সম্প্রসারণ, অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং এই অঞ্চলে এবং এর বাইরে বাংলাদেশের সম্মান বাড়ানোর জন্য প্রচেষ্টা জোরদার করা।সাতদিনের সেরা