kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

অক্সিজেন এক্সপ্রেস সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৬ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারত থেকে বাংলাদেশে আনা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেনবাহী ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন গতকাল রবিবার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে পৌঁছে। সেখানে গতকালই অক্সিজেন খালাসের প্রক্রিয়া শুরু। খালাসের পর ঢাকায় নেওয়া হবে এসব অক্সিজেন। বেনাপোল বন্দরে আমদানিসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করে ট্রেনটি গতকাল সিরাজগঞ্জে পৌঁছে। আগের দিন সন্ধ্যায় এটি বেনাপোলে আসে। অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডা বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার গতকাল এসব অক্সিজেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারক আহমদের কাছে বুঝিয়ে দেন। গতকাল দুপুরে অক্সিজেন আনলোডের কাজ শুরু হয়। আনলোড করে এসব অক্সিজেন ঢাকায় নিয়ে যাওয়া হবে।সাতদিনের সেরা