kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

নৌপ্রধান রাষ্ট্রীয় সফরে রাশিয়ায়

নিজস্ব প্রতিবেদক   

২৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনৌপ্রধান রাষ্ট্রীয় সফরে রাশিয়ায়

রাশিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল গতকাল শুক্রবার রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশনস) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ, ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। আইএসপিআর জানায়, রাশিয়া সফরকালে নৌপ্রধান ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য পঞ্চম মেইন নেভাল প্যারেডে অংশগ্রহণ করবেন। নৌপ্রধান ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি রাশিয়ার নৌ সদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া নৌপ্রধান দেশটির নৌ জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন। সফর শেষে নৌপ্রধান আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন।