kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

খালেদা জিয়া ভালো আছেন

নিজস্ব প্রতিবেদক   

২৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেখালেদা জিয়া ভালো আছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) নেওয়ার পর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তিনি জ্বরেও আক্রান্ত হয়েছিলেন। তবে গত কয়েক দিনের চিকিত্সায় তিনি বর্তমানে মোটামুটি সুস্থ আছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক গতকাল শুক্রবার এমন তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত ১৯ জুলাই করোনার টিকা নেওয়ার পর শরীরে ব্যথা অনুভব করেন খালেদা জিয়া। ওই দিন রাতে তিনি জ্বরে আক্রান্ত হন। ঈদের দিনও তাঁর শরীরে জ্বর ছিল। তবে বর্তমানে তাঁর শরীরে ব্যথা ও জ্বর নেই। তিনি মোটামুটি সুস্থ আছেন। তরলজাতীয় খাবারও খেতে পারছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘ম্যাডাম এখন ভালো আছেন। তাঁর শরীরের তাপমাত্রা গত কয়েক দিন ওঠানামা করলেও এখন স্থিতিশীল রয়েছে।’

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার পর তাঁর (খালেদা জিয়া) শরীর ব্যথা ও জ্বর এসেছিল। মোটামুটি ভালো আছেন বলে খোঁজ নিয়ে জানতে পেরেছি। যেহেতু তাঁর বাড়িতে আমাদের যাওয়ায় নিষেধাজ্ঞা আছে, তাই অনেক সময়ই পুরোপুরি খবর পাই না। আমরা তাঁকে বিদেশে চিকিত্সার জন্য নিতে চেয়েছিলাম। সরকারের কাছে আবেদনও করা হয়েছিল; কিন্তু তারা অনুমতি দেয়নি।’

এর আগে গত ২১ জুলাই ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেনে, ‘ম্যাডাম এখন ভালো আছেন। করোনার ভ্যাকসিন নেওয়ার কারণে জ্বর এসেছিল। চিকিৎসকদের পরামর্শে বরাবর আমরা যে বিষয়টি বলে আসছি তা হলো খালেদা জিয়ার উন্নত চিকিত্সা প্রয়োজন।’ দেশবাসীর জন্য খালেদা জিয়ার কোনো বার্তা আছে কি না—এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’সাতদিনের সেরা