kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

ইভ্যালিকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক   

২০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্যবসা পদ্ধতি ও গ্রাহক ভোগান্তির কারণে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এর কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নোটিশে ইভ্যালির আর্থিক ত্রুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ১ আগস্টের মধ্যে এসব বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল সোমবার গ্রাহক ও মার্চেন্টদের সুরক্ষা এবং ই-কমার্স খাতে নেতিবাচক প্রভাব রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিওটিও সেল এই নোটিশ পাঠায়। এর আগে বাংলাদেশ ব্যাংকের গত ১৬ জুনের প্রতিবেদনে গ্রাহকদের কাছে ইভ্যালির ২১৩ কোটি ৯৪ লাখ ৬৫০ টাকা দায় থাকার তথ্য উঠে আসে। এ পরিমাণ অর্থ গ্রাহকদের থেকে অগ্রিম নিয়েও তার বিনিময়ে অর্ডার করা পণ্য বা কোনো রিফান্ড দেয়নি কম্পানিটি। একই সময় পণ্য সরবরাহকারী মার্চেন্টের কাছে প্রতিষ্ঠানের দায় ১৮৯ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৩৫৪ টাকা বলা হয়। বিপুল এ দায়ের বিপরীতে কম্পানিটির মোট সম্পদ মাত্র ৯১ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৮৪৬ টাকা।সাতদিনের সেরা