kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

বেতাগীতে সাবেক ইউপি সদস্য খুন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি   

২০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সানাউল হক টিটুকে (৩৮) হত্যা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত টিটু একই ওয়ার্ডের মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বেতাগী পৌরসভায় কাজ সেরে বাড়ি যাওয়ার পথে ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে টিটুর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনার সঠিক রহস্য ও খুনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।সাতদিনের সেরা