kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত করোনায় মারা গেছেন

সিলেট অফিস   

১৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত করোনায় মারা গেছেন

সিলেটের বরেণ্য চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত (৬৮) করোন আক্রান্ত হয়ে মারা গেছেন। টানা ২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল রবিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নগরীর চালিবন্দর মহাশ্মশান ঘাটে গতকাল তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের অধ্যক্ষ ইসমাইল গণি হিমন জানান, গত শনিবার রাত থেকে স্যারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২০ জুন তাঁর করোনা শনাক্ত হয়। ২৫ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ জুন তাঁকে আইসিইউতে নেওয়া হয়।সাতদিনের সেরা