kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

টিকার নিবন্ধনকারী এক কোটি ছাড়াল

প্রথম ডোজ পেলেন আরো ১৭৮১৯৬ জন

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনার টিকা নিতে দেশে গতকাল বুধবার রাতে নিবন্ধনকারীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই সংখ্যা ছিল ৯৯ লাখ ৬৮ হাজার ২৫৭ জন।

এদিকে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দেশে মোট করোনার টিকার (তিনটি মিলিয়ে) প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৭৮ হাজার ১৯৬ জন। এর মধ্যে সর্বোচ্চ এক লাখ ৩২ হাজার ৬০৪ জন পেয়েছেন সিনোফার্মের টিকা, ৩৯ হাজার ৩২৫ জন পেয়েছেন মডার্নার টিকা এবং ছয় হাজার ২৬৭ জন পেয়েছেন ফাইজারের টিকা।

গতকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে বিদেশগামীদের টিকা দেওয়া নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। উপস্থিত বিদেশগামীরা ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা নিতে আপত্তি জানান। পরে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে যাঁরা ফাইজারের টিকা পাবেন না তাঁরা মডার্নার টিকা নিতে রাজি হলে পরিস্থিতি শান্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকা) ডা. শামসুল হক কালের কণ্ঠকে বলেন, ‘আমরা আগেই জানিয়েছি ফাইজার, মডার্নাসহ আরো কয়েকটি টিকা এখন সব দেশে গ্রহণযোগ্য। ফাইজারের টিকা যেহেতু আমাদের দেশে কম এসেছে তাই সবাইকে এটা দেওয়া যাচ্ছে না। আজকের মধ্যে ফাইজারের টিকা দেওয়া শেষ হবে। গতকালও অনেক কেন্দ্রে শেষ হয়ে গেছে। ফলে বিদেশগামীসহ সবাইকে মডার্নার টিকা দেওয়া হবে।সাতদিনের সেরা