kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন। করোনার কারণে গত বছরও জাতীয় ঈদগাহে ঈদের জামাত বাতিল করা হয়েছিল। এ বিষয়ে ফরিদ আহাম্মদ কালের কণ্ঠকে বলেন, ‘করোনার কারণে জনসমাগম এড়াতে এ বছর জাতীয় ঈদগাহে ঈদের জামাত বাতিল করেছি আমরা। এলাকাভিত্তিক ছোট ছোট জামাত অনুষ্ঠিত হবে। তবে করোনা সংক্রমণের কথা চিন্তা করে আমরা সেটাও নিরুৎসাহ করছি।’সাতদিনের সেরা