kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

সিলেটে ফের মৃত্যুর রেকর্ড

সিলেট অফিস   

১৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে ফের মৃত্যুর রেকর্ড

সিলেট বিভাগে সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যুতে ফের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন মারা গেছে, যা সিলেটে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৭ জুলাই প্রথম এক দিনে ৯ জনের মৃত্যু হয়েছিল। মৃত্যুর পাশাপাশি বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় বিভাগে ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে সাতজনই সিলেট জেলার। অন্য দুজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৫৪৩ জন মারা গেছে। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৩৭ জন, সুনামগঞ্জে ৩৯, হবিগঞ্জে ২৪ এবং মৌলভীবাজারে ৪২ জন।সাতদিনের সেরা