kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

আইনমন্ত্রী বললেন

ইমামদের বেতন-ভাতার দাবি প্রধানমন্ত্রীকে জানানো হবে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমসজিদের ইমামদের বেতন-ভাতার দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে ইমামদের ভূমিকা নিয়ে এক ভার্চুয়াল আলোচনাসভায় তিনি গতকাল বুধবার এ কথা জানান। টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়।

কসবায় করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সর্বশেষ গতকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের পজিটিভ এসেছে। এ অবস্থায় উপজেলার ৫৫৮টি মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী করোনা সচেতনতায় পাঁচ ওয়াক্ত নামাজের সময় সচেতনতামূলক আলোচনা করার জন্য ইমামদের প্রতি আহবান জানান। এ সময় ইমামরা সরকারিভাবে বেতন-ভাতার দাবি তোলেন। মন্ত্রী জানান, তিনি তাঁদের এ দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উত্থাপন করবেন।সাতদিনের সেরা