kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

এরশাদের শাসনামল মনে রেখেছে মানুষ

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএরশাদের শাসনামল মনে রেখেছে মানুষ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এরশাদের শাসনামল মানুষ মনে রেখেছে। দেশের মানুষ সেই সময়ে ভালো অবস্থায় ছিল; তাই তারা আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। গতকাল সকাল ১১টায় জাতীয় পার্টির কাকরাইলের কার্যালয়ে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ১০ হাজার মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ইতিহাস থেকে জোর করে এরশাদের নাম মুছে ফেলা যাবে না, নিজের আদর্শ ও কর্মগুণে এরশাদ যুগের পর যুগ ধরে বেঁচে থাকবেন। কাকরাইলে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধনের পর জি এম কাদের এবং জাতীয় পার্টির শীর্ষ নেতারা শ্যামপুর বালুর মাঠে যান। পথে মতিঝিল, শাপলা চত্বর, টিকাটুলি মোড়সহ বিভিন্ন স্থানে জি এম কাদের সাধারণ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, দলের মহাসচিব জিয়া উদ্দীন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য শহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, আলমগীর শিকদার লোটনসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।সাতদিনের সেরা