kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

সেজান জুস কারখানায় আগুন

ব্যবসায়ী সংগঠনের ভূমিকায় হাইকোর্টের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুনে হতাহতের ঘটনায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ অন্য সংগঠনের নেতাদের হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা না জানানো এবং ঘটনাস্থল পরিদর্শন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ ক্ষোভ প্রকাশ করেন। হাইকোর্ট বলেছেন, ‘এতজন শ্রমিক মারা গেল, অনেকে আহত হলো, কিন্তু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ ব্যবসায়ী অন্য সংগঠনগুলোর কোনো শোক বা বিবৃতি আমার চোখে পড়েনি। তাদের কোনো প্রতিনিধিদলও ঘটনাস্থলে গেল না। তাদের কি ন্যূনতম দায়বদ্ধতা নেই?’

সেজান জুস কারখানার শ্রমিকদের ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধের বিষয় রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার সারা হোসেন ও অনিক আর হক আদালতের নজরে আনলে আদালত এ মন্তব্য করেন। আদালত বলেন, ‘পত্র-পত্রিকায় দেখেছি, মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করছে। সুতরাং এ বিষয়ে মনে হচ্ছে মালিকপক্ষ বেশ আন্তরিক আছে। তাই এ মুহূর্তে কোনো আদেশ দেওয়ার প্রয়োজন নেই। যদি সবাইকে না দেয় তখন আদালতের নজরে আনবেন।’

ব্যারিস্টার সারা হোসেন আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা দিতে নির্দেশনা চান। এ প্রসঙ্গে আদালত বলেন, ‘সরকার ও বিভিন্ন হাসপাতাল ফ্রি চিকিৎসা করছে। আপনারা সুনির্দিষ্ট করে বলুন কার কী সহায়তা লাগবে। তা যদি সরকার বা সংশ্লিষ্টরা না দেয় তখন আদালত হস্তক্ষেপ করবে।’

রূপগঞ্জের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য এক কোটি টাকা এবং আহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনে এ শুনানি হয়। ওই রিট আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি।সাতদিনের সেরা