kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

নারায়ণগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে ড্রেন নির্মাণ করার সময় একটি সরকারি প্রাইমারি স্কুলের দেয়াল ধসে এক নারী শ্রমিকসহ দুই শ্রমিক নিহত হয়েছেন। তাঁরা হলেন হৃদয় (৩০) ও দুলালী (৩৫)। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ বন্দর উপজেলার উত্তর লক্ষ্মণখোলায় সড়কে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ চলছিল। সেখানের এক শ্রমিক জাহেদা জানান, গতকাল সকাল থেকে ১০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। দুপুরের দিকে লক্ষ্মণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের দেয়াল ধসে পড়ে। এ সময়  হৃদয় (৩০), মিম (৩৬) ও দুলালী (৩৫) গুরুতর আহত হন। তাঁদের প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হলে তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সাতদিনের সেরা