kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

এসএসসি-এইচএসসি

বিষয় কমিয়ে সরাসরি পরীক্ষা নেওয়ার দাবি অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদক   

১৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাস না দিয়ে সরাসরি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানান, করোনা পরিস্থিতির উন্নতি না হলে বা শিক্ষাপ্রতিষ্ঠান না খুলতে পারলে সরাসরি পরীক্ষা নেওয়ার জন্য নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে কোনোভাবেই অটো পাসের ঘোষণা দেওয়া যাবে না। প্রয়োজনে রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে বিকল্প পদ্ধতিতে শুধু বহু নির্বাচনী (এমসিকিউ) প্রশ্নে পরীক্ষা নিতে হবে।

জিয়াউল কবির দুলু বলেন, বিষয় কমিয়ে, পরীক্ষার মোট নম্বর ও সময় কমিয়ে প্রতি বিষয়ের জন্য ৫০ নম্বর নির্ধারণ করে এবং পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া যেতে পারে। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের পরপর যেমন সব পাবলিক পরীক্ষা তথা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল। বিবৃতিতে তিনি চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জরুরি ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়ারও দাবি জানান।

করোনার প্রাদুর্ভাবে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।সাতদিনের সেরা