kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

মালিকের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের বিচার দাবি সিপিবির

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জের হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল সোমবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি করা হয়। একই সঙ্গে নিহত-আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। সভায় বক্তারা বলেন, দেশের বেশির ভাগ কারখানা শ্রমিকদের জন্য মৃত্যুফাঁদ। অতীতে অগ্নিকাণ্ড ও ভবনধসে শ্রমিক হত্যার ঘটনাগুলোর যথাযথ বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটে চলেছে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তাঁরা। সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেহউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, শ্রমিক নেতা কাজী রুহুল আমিন প্রমুখ। গত বৃহস্পতিবার হাসেম ফুডসের কারখানায় আগুনে ৫২ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।সাতদিনের সেরা