kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

পদ্মায় পানি বাড়ায় বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি   

৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপদ্মায় পানি বাড়ায় বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বাড়ায় দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ঘাট পন্টুনের র‌্যাম্প ও পকেটপথ তলিয়ে গেছে। সেখানে লাল পতাকা উড়িয়ে গতকাল ঘাটটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ছবি : কালের কণ্ঠ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আট সেন্টিমিটার পানি বেড়ে বিপত্সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ফিরোজ শেখ জানান, পানি বাড়ায় দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ঘাট পন্টুনের র‌্যাম্প ও পকেটপথ তলিয়ে গেছে। সেখানে লাল পতাকা উড়িয়ে ঘাটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। বিআইডাব্লিউটিএর সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, বন্ধ থাকা ৭ নম্বর ঘাটের পাশে ‘মিড ওয়াটার’ ও ‘হাই ওয়াটার’ লেভেলে নতুন দুটি ঘাট স্থাপনের কাজ চলছে।