kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

রাঙ্গাবালীর প্রবেশপথের করুণ দশা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি   

৮ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাঙ্গাবালীর প্রবেশপথের করুণ দশা

সড়ক ভেঙে গেছে, গাইড ওয়ালও নদীগর্ভে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রবেশপথের এই চিত্র গত রবিবার তোলা। ছবি : এম সোহেল

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রবেশপথ কোড়ালিয়া লঞ্চঘাট সড়ক। সড়কটির অর্ধেক অংশ নিচের মাটি সরে গিয়ে ধসে পড়েছে। সর্বশেষ ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক প্রতিরক্ষা দেয়ালও (গাইড ওয়াল) নদীগর্ভে থাকায় ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়রা জানায়, এক-দেড় বছর ধরে সড়কটি বেহাল। সড়ক প্রতিরক্ষা দেয়ালটি যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের তথ্য মতে, ২০১৭-১৮ অর্থবছরে কোড়ালিয়া লঞ্চঘাট থেকে বেড়িবাঁধ পর্যন্ত ১০ লাখ টাকা ব্যয়ে ৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণ করা হয়। নদীতীরবর্তী সড়কটি ঝুঁকিমুক্ত রাখতে ২০১৮-১৯ অর্থবছরে ১৭ লাখ টাকা ব্যয়ে সেখানে আরসিসি প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হয়। এলজিইডির উপজেলা প্রকৌশলী মিজানুল কবির জানান, সড়কটি মেরামতে প্রাক্কলন করে এলজিইডিতে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা