kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

৩৩৩-এ ফোন খাদ্য সহায়তা পেলেন রানী

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন এক শারীরিক প্রতিবন্ধী নারী। গতকাল রবিবার বিকেলে রানী দাস (৫৫) নামের ওই নারীর বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণব কুমার ঘোষ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞা, ভাগ্যকুল ইউপির চেয়ারম্যান কাজী শাহাদাৎ হোসেন প্রমুখ। কাজী শাহাদাৎ হোসেন জানান, তাঁর ইউনিয়নের মধ্য কামারগাঁও গ্রামের কুলি অমূল্য দাসের স্ত্রী রানী দাস করোনাভাইরাস পরিস্থিতিতে কষ্টে দিন কাটাচ্ছিলেন। হাট-বাজার বন্ধ থাকায় স্বামীর রোজগারও ছিল না। একমাত্র ছেলে দূরে একটি পোশাক কারখানায় কাজ করেন। করোনার কারণে লকডাউনে তাঁদের সংসারে অভাব দেখা দেয়। রানী গতকাল ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা চান। এরপর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শ্রীনগর ইউএনওকে রানীকে খাদ্য সহায়তা দিতে বলা হয়। ইউএনও চাল, ডাল ইত্যাদি পৌঁছে দেন। এ সময় ইউপি চেয়ারম্যানও তাঁর ফান্ড থেকে তাঁকে খাদ্য সহায়তা দেন। খাদ্য সহায়তা পেয়ে রানী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।সাতদিনের সেরা