kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

গফরগাঁওয়ে একক প্রচার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে একক প্রচার

ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনা নিয়ে মানুষকে সচেতন করতে গানে গানে এর ভয়াবহতা তুলে ধরে ব্যতিক্রমী প্রচার চালিয়েছেন কালের কণ্ঠ শুভসংঘের পাঠচক্রের বন্ধু ছড়াকার, কবি সোহেল রানা। তিনি নিজের লেখা গান মোবাইলে রেকর্ড করে হ্যান্ড মাইকের মাধ্যমে বিভিন্ন এলাকার লোকজনকে শোনাচ্ছেন। হেঁটে উপজেলার মশাখালী রেলস্টেশন এলাকা, চাইরবাড়িয়া, উঠিয়া বাজারসহ বিভিন্ন স্থানে লোকজনকে সচেতন করছেন তিনি। এ নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সলিমউল্লাহ মোস্তফা বলেন, ‘মানুষকে সচেতন করতে সোহেল রানার ব্যতিক্রমী একক এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।’ ছড়াকার, কবি সোহেল রানা বলেন, ‘ভয়াবহ করোনা থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানতেই হবে। স্বাস্থ্যবিধি রক্ষায় সরকার নির্দেশনা দিলেও অসচেতন মানুষ মানতে চায় না। এই মানুষগুলোকে সচেতন করতেই আমার এই প্রচেষ্টা।’সাতদিনের সেরা