kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

জাপা মহাসচিব বললেন

দেশের স্বাস্থ্য ব্যবস্থা মুমূর্ষু

নিজস্ব প্রতিবেদক   

৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে



দেশের স্বাস্থ্যব্যবস্থা আজ মুমূর্ষু অবস্থায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়া উদ্দীন আহমেদ বাবলু। গতকাল রবিবার বিকেলে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আগে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে ভিডিও বার্তায় জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশের স্বাস্থ্যসেবা গভীর সংকটের মুখোমুখি।

বিজ্ঞাপন

গত দুই বছর ধরে চলমান করোনা মহামারিতে সারা বিশ্ব বিপর্যস্ত। এ অবস্থা থেকে বাংলাদেশও মুক্ত নয়।  

জিয়া উদ্দীন বাবলু বলেন, ‘আমরা শুরু থেকেই সরকারকে বলে আসছি, দেশের ৬৪টি জেলার হাসপাতালগুলোতে হাইফ্লো অক্সিজেনের ব্যবস্থা করুন। গত দুই দিন আগে বগুড়ায় শুধু অক্সিজেনের অভাবেই ১২ জন করোনা রোগী মারা গেছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? এর দায় সরকারকেই নিতে হবে। দেশের স্বাস্থ্যব্যবস্থা আজ মুমূর্ষু। যদি হাসপাতালগুলোতে সরকার শুরু থেকেই হাইফ্লো অক্সিজেন সরবরাহ করত, তাহলে এভাবে অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত না।  



সাতদিনের সেরা