kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

ডাক্তারকে জরিমানা করে ওএসডি ইউএনও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের মধ্যে চেম্বারে রোগীদের সেবা দিতে যাওয়ার সময় এক চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করে এবং জেলে পাঠানের হুমকি দিয়ে ওএসডি হয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে এম আল-আমীন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শুক্রবার সাতকানিয়া পৌর এলাকার ডা. ফরহাদ কবির তাঁর চেম্বারে যাওয়ার সময় অভিযানের মুখে পড়েন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ডাক্তারকে এক হাজার টাকা জরিমানা করেন ইউএনও মো. নজরুল ইসলাম। লকডাউনের মধ্যে বাসা থেকে বের হওয়ার অভিযোগ এনে ওই চিকিৎসককে জরিমানা করা হয়। এ সময় ওই চিকিৎসককে জেলে পাঠানোর হুমকিও দেন ইউএনও নজরুল ইসলাম। পরবর্তী সময়ে জরিমানার শিকার চিকিৎসক ফরহাদ বিষয়টি সিভিল সার্জনকে জানান। এ ঘটনার দুই দিন পর গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মো. নজরুল ইসলামকে সাতকানিয়ার ইউএনও পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।সাতদিনের সেরা