kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

সাড়ে ছয় হাজার মানুষের মধ্যে অর্থ বিতরণ এমিলির

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসাড়ে ছয় হাজার মানুষের মধ্যে অর্থ বিতরণ এমিলির

করোনাকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পাঁচটি ও টঙ্গিবাড়ী উপজেলার চারটি ইউনিয়নের অসহায় মানুষজন পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা। গতকাল রবিবার এ সহায়তা হিসেবে নগদ অর্থ প্রায় সাড়ে ছয় হাজার মানুষের মধ্যে বিতরণ করেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক হুইপ অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি। প্রতিটি ইউনিয়নে সাড়ে তিন লাখ টাকা বিতরণ করা হয়। এ সময় এমপি এমিলির সঙ্গে ছিলেন লৌহজং ইউএনও মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, থানার ওসি আলমগীর হোসাইন, টঙ্গিবাড়ী ইউএনও নাহিদা খানম, উপজেলা চেয়ারম্যান জগলুদ হাওলাদাল ভূতু, থানার ওসি হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির খান, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, কামারখাড়া ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন প্রমুখ। এমিলি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনা মোকাবেলায় কাজ করছেন। তিনি দেশের মানুষের কথা গভীরভাবে উপলব্ধি করেন। তাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকেন। করোনা আবারও সংক্রমিত হচ্ছে। তাই দেশে কঠোর লকডাউন চলছে। লকডাউনে যেন কোনো অসহায়-দুস্থকে না খেয়ে থাকতে হয়, সে জন্য প্রধানমন্ত্রী অর্থ পাঠিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন আপনাদের কথা ভেবে সহায়তা পাঠিয়েছেন, তখন আপনাদেরও উচিত তাঁর কথা চিন্তা করে লকডাউন সঠিকভাবে পালন করা। আপনি ঘরে থাকলে আপনি ও আপনার পরিবার নিরাপদে থাকবে।’সাতদিনের সেরা