kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

গৃহকর্মীর ওপর নির্যাতনকারী দম্পতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক   

৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের একটি বাসা থেকে সুইটি নামের এক শিশু গৃহকর্মীকে (১২) নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন তানভির আহসান ও তাঁর স্ত্রী অ্যাডভোকেট নাহিদ। দুপুরে শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর হোসেন আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এমজেএফের ক্ষোভ ও উদ্বেগ : শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে সংগঠনটি। গতকাল এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এমজেএফ লক্ষ করেছে, সেগুনবাগিচায় গৃহকর্মী নির্মম নির্যাতনের একমাত্র শিকার নয়। এ রকম নির্যাতন ও নিপীড়নের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। অপরাধীরা ধরা পড়লেও তাদের শাস্তি হচ্ছে না। ক্ষমতা খাটিয়ে বা আইনের ফাঁক গলে তারা বেরিয়ে যাচ্ছে।সাতদিনের সেরা