kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালু করবে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক   

৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় যদি পশুর হাট বসে তাহলে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন সেবা চালু করবে বাংলাদেশ রেলওয়ে। গতকাল শনিবার কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। রেলওয়ের এই কর্মকর্তা বলেন, ‘পশু ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁরা ঈদের তিন-চার দিন আগে থেকে ট্রেন চালু করার দাবি জানিয়েছেন। আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। করোনা পরিস্থিতি বিবেচনা করে যদি ঢাকায় পশুর হাট বসে তাহলে আমরা পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন চালু করব।’ রেলওয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পশু ব্যবসায়ীদের কোরবানির পশু নিরাপদে, স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকা স্টেশনের নিকটবর্তী গোপীবাগ (কমলাপুর), শাহজাহানপুর, মুগদা পশুর হাটগুলোতে নিয়ে যাওয়ার জন্য রেলওয়ে ক্যাটল স্পেশাল ট্রেন সেবা চালু করতে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশু বিক্রির পর নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য প্যাসেঞ্জার ট্রেন সেবা রয়েছে। পশু ব্যবসায়ী ও কৃষকদের ওয়াগন ভাড়া ও বরাদ্দের বিষয়ে জানার জন্য স্থানীয় স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।সাতদিনের সেরা