kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

মহামারিকালের আরেকটি বাজেট অধিবেশন সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক   

৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনা মহামারিকালের দ্বিতীয় বাজেট অধিবেশন ও চলতি জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল শনিবার বিকেলে অধিবেশন সমাপ্তিসংক্রান্ত রাষ্ট্রপতির আদেশটি পড়ে শোনান। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে গত ২ জুন এই অধিবেশন শুরু হয়েছিল। মাত্র ১২ দিনের এই অধিবেশনের সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তাঁদের বক্তব্যের পর অধিবেশন কক্ষে দেখানো হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর বাংলায় দেওয়া ভাষণ। এবারের অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন, যা গত ৩০ জুন পাস হয়। আর ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয় ৭ জুন। সব মিলিয়ে ৮৫ জন সংসদ সদস্য এবার বাজেটের ওপর আলোচনা করেন। সম্পূরক বাজেটসহ বাজেটের ওপর ছয় দিনে ১৫ ঘণ্টা ৩২ মিনিট আলোচনা হয়েছে। গত বছর করোনাকালের শুরুতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন হয়েছিল। ৯ দিনের ওই বাজেট অধিবেশনে ১৮ জন সংসদ সদস্য পাঁচ ঘণ্টা ১৮ মিনিট আলোচনা করেছিলেন।সাতদিনের সেরা