kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

সাংবাদিক কাফি খান আর নেই

নিজস্ব প্রতিবেদক   

৩ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাংবাদিক কাফি খান আর নেই

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের একসময়ের সংবাদ পাঠক এবং অভিনেতা ও বাচিকশিল্পী কাফি খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে ভার্জিনিয়া সেন্টার হাসপাতালে গত বৃহস্পতিবার বিকেলে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ছেলে রাফি খান এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিক কাফি খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি কাফি খানকে ‘কিংবদন্তি’ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, কাফি খান সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের শুরুতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেসসচিব ছিলেন। তিনি দীর্ঘদিন প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। যুক্তরাষ্ট্র সময় শুক্রবার বাদজুমা সুগারল্যান্ড রোডের অ্যাডামস সেন্টার মসজিদে জানাজা শেষে মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করার কথা। দুই ছেলে ও দুই মেয়ের জনক কাফি খান ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ থেকে অবসর নেন ১৯৯৪ সালে। এরপর যুক্তরাষ্ট্রে তিনি পরিবার ও স্বজনদের সান্নিধ্যে অবসর জীবন কাটাচ্ছিলেন। কাফি খানের জন্ম ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত এলাকার কাজীপাড়া গ্রামে।সাতদিনের সেরা