kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

এই মাসের জন্য দরিদ্র মানুষের করোনা টেস্ট ফ্রি

নিজস্ব প্রতিবেদক   

২ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার দরিদ্র মানুষের কথা বিবেচনায় নিয়ে জুলাই মাসের জন্য করোনা টেস্ট ফ্রি করার ঘোষণা দিয়েছে। যদিও আগে থেকেই নিম্ন আয়ের মানুষের জন্য এই ব্যবস্থা চালু ছিল। তবু গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডা. বিলকিস বেগমের স্বাক্ষরে এক অফিস আদেশ জারি করা হয়েছে। দেশে এখন বুথে পরীক্ষা করালে ১০০ টাকা ও বাসায় গিয়ে পরীক্ষা করালে ৩০০ টাকা ফি নির্ধারণ আছে সরকারি ব্যবস্থাপনায়। এ ছাড়া বেসরকারিভাবে পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা ফি নির্ধারণ করা আছে।সাতদিনের সেরা