kalerkantho

সোমবার । ৫ আশ্বিন ১৪২৮। ২০ সেপ্টেম্বর ২০২১। ১২ সফর ১৪৪৩

চলন্ত ট্রাকে ধর্ষণ

তথ্য দেওয়া সেই যুবককে পুরস্কৃত করল পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের তথ্য দেওয়া ইউনুস আলী সুমন নামের সেই যুবককে পুরস্কৃত করেছে জেলা পুলিশ। গত বুধবার সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার হাসিবুল আলম পুরস্কারের অর্থ সুমনের হাতে তুলে দেন। সুমন ঢাকার দক্ষিণ বাইপাইল এলাকার ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ সুপার সুমনকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। এমন মহতী কাজে সমাজের সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আকতার, নুর মোহাম্মদ, সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২২ জুন সন্ধ্যায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকে এক নারীকে ধর্ষণের বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান সুমন।সাতদিনের সেরা