kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গত ২৬ জুন অনুষ্ঠিত হয় ২০২০ সালের উচ্চ মাধ্যমিক/সমমান/এ লেভেল পরীক্ষায় জিপিএ ৪ বা তদূর্ধ্ব ফলাফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। সারা দেশ থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেয়। অদম্য মেধাবী, স্বপ্নসারথি, সফল জীবনসংগ্রামী ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণার বাতিঘর আশুতোষ নাথ অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তাঁর জীবনের গল্প শোনান। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন শিল্পী ফকির আলমগীর ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং কণ্ঠশিল্পী প্রতীক হাসান। সভাপতির বক্তব্য ও অ্যাওয়ার্ড ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীন। এ সময় অন্যদের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।