kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   

২৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ শুরু হয়েছে। গতকাল রবিবার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে এ কর্মসূচির উদ্বোধন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চারা রোপণের মাধ্যমে  এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, কমান্ড্যান্ট মো. মাহবুব উল ইসলাম, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান, পিএসসি, উপমহাপরিচালক (অপারেশনস) মো. সামছুল আলমসহ সদর দপ্তর ও একাডেমির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, ভিটিসি, জেলা ও উপজেলা বা থানা বা ইউনিয়নসহ প্রতিটি ইউনিটের নিজস্ব জায়গায় গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। এভাবে প্রতিটি গ্রামে দুটি করে মোট এক লাখ ৭৪ হাজার ৬৩৮টি ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হবে।সাতদিনের সেরা