kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

হাতি দুটি বনে ফিরে যায়নি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

২৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপাহাড়ের আবাসস্থল ছেড়ে নাফ নদ সাঁতরে পার হয়ে হাতি দুটি বর্তমানে টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদের চরে অবস্থান করছে। গতকাল রবিবার সকালে হাতি দুটি নাইট্যংপাড়া এলাকা দিয়ে নেমে এসেছিল। বন বিভাগের কর্মকর্তারা গতকাল সন্ধ্যা ৬টায় সেখানে অবস্থান করছিলেন। তাঁরা হাতি দুটিকে বনে ফেরানোর চেষ্টা করছেন। টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, হাতি দুটির মধ্যে একটি বাচ্চা এবং অন্যটি মা। সম্ভবত খাবারের খোঁজে বের হয়ে পথ হারিয়েছে তারা। শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ ইউনুচ বলেন, ‘হাতি দুটিকে সকাল ১০টার দিকে প্রথম আমরা সাবরাংসংলগ্ন নাফ নদ সাঁতরিয়ে দক্ষিণে চলে যেতে দেখি। পরে শাহপরীর দ্বীপ বিজিবি ক্যাম্পের সামনে নাফ নদের চরে হাঁটু পানিতে থেমে যায়। স্থানীয় লোকজন হাতি দেখতে দুপুর থেকে জমায়েত হয়েছে।’ পুলিশের শাহপরীর দ্বীপের ক্যাম্প ইনচার্জ যায়েদ হাসান বলেন, হাতি আসার খবর পেয়ে উত্সুক লোকজন ভিড় করেছে। বনে ফেরাতে বন বিভাগের লোকজনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, টেকনাফ ও উখিয়ায় হাতির আবাসস্থলগুলো রোহিঙ্গা ক্যাম্পের দখলে চলে যাওয়ায় পাহাড়ে তাদের চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া রোহিঙ্গাদের কারণে দিন-দিন পাহাড় উজাড় হয়ে যাওয়ায় হাতির খাদ্যসংকটও দেখা দিয়েছে। এসব কারণে প্রায়ই হাতিগুলো লোকালয়ে ঢুকে পড়ে।সাতদিনের সেরা