kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

মিয়ামিতে ১২ তলা ভবনধস, বহু হতাহতের শঙ্কা

কালের কণ্ঠ ডেস্ক   

২৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উত্তর মিয়ামির সার্ফসাইড শহরে গতকাল বৃহস্পতিবার একটি ১২ তলা আবাসিক ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছিলেন। তখন পর্যন্ত ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়। ভবনটি ধসে পড়ার সময় ভেতরে কতজন মানুষ ছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ১৯৮০ সালে নির্মিত ভবনটির ১৩০টি ইউনিটের প্রায় অর্ধেক ধসে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। কাউন্টি কমিশনার জোস দিয়াজ জানান, ভবনের ৫১ জন বাসিন্দার সবাই জীবিত আছে কি না, তা জানার চেষ্টা চলছে। সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভবনের পেছনের দিকে সম্ভবত এক-তৃতীয়াংশ বা তারও বেশি সম্পূর্ণভাবে ধসে গেছে।’ সূত্র : বিবিসি।সাতদিনের সেরা