kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

ভারতের অর্থায়নে চলা প্রকল্পের খোঁজ নিলেন দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক   

২৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



ভারতের অর্থায়নে চলা প্রকল্পের খোঁজ নিলেন দোরাইস্বামী

বাংলাদেশ রেলওয়েতে ভারতের অর্থায়নে চলা বিভিন্ন প্রকল্পের খোঁজখবর নিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল বৃহস্পতিবার রেলভবনে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই বিষয়ে কথা বলেন। যেসব প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর মধ্যে খুলনা-মোংলা নতুন রেলপথ নির্মাণ প্রকল্প, ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেলপথ নির্মাণ প্রকল্প এবং টঙ্গী-জয়দেবপুর ‘ডাবল লাইন’ নির্মাণ প্রকল্প রয়েছে। এ ছাড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেললাইন নির্মাণ এবং সৈয়দপুরে ভারতীয় অর্থায়নে একটি নতুন কোচ নির্মাণের কারখানা নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎকালে রেলপথমন্ত্রী পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণ বিষয়ে বলেন, বাংলাবান্ধা পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের অংশে নিউ জলপাইগুড়িতে সংযোগ দিতে তিনটি রুট নির্বাচন করা হয়েছে। ভারতের সম্মতি পেলে কাজ শুরু হবে। এ সময় ভারতীয় হাইকমিশনার দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান উপস্থিত ছিলেন।