kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

চসিক মেয়রের অভিযোগ

কথা দিয়েও রাখেনি সিডিএ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নের সময় নগরে যে জলজট সৃষ্টি হয়েছে, তার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) দায়ী করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। বর্ষার আগেই খালগুলোর যে অংশে বাঁধ দিয়ে পানিপ্রবাহ আটকানো হয়েছে তা অপসারণ করার কথা দিয়েও সিডিএ কর্তৃপক্ষ কথা রাখেনি বলে অভিযোগ মেয়রের।

গতকাল বৃহস্পতিবার চসিকের ষষ্ঠ পরিষদের পঞ্চম সাধারণ সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘সিডিএ বলেছে তারা প্রকল্প বাস্তবায়ন করছে। ব্যবস্থাপনা চসিকের। কিন্তু প্রকল্পই যখন বাস্তবায়িত হয়নি তখন ব্যবস্থাপনার কথা আসে কেন? সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়ন করে বুঝিয়ে না দেওয়ার আগে ব্যবস্থাপনার দায়িত্ব নিতে পারি না।’

সভায় মেয়র জানান, চসিক নতুন করের হার বৃদ্ধি করবে না। কর আদায়ের আওতা ও পরিধি বাড়ানো হবে। এ ছাড়া আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।সাতদিনের সেরা