kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

বিদেশগামী কর্মীদের টিকার নিবন্ধন এনআইডি ছাড়া

নিজস্ব প্রতিবেদক   

২৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিদেশগামী কর্মীদের করোনার টিকার জন্য নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাগবে না। এ ক্ষেত্রে বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) নিবন্ধন আর পাসপোর্ট হলেই চলবে। ২০ এবং তদূর্ধ্ব বছরের সবাই এ সুবিধা পাবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সুরক্ষা অ্যাপে প্রবাসী কর্মীদের এই তিনটি শর্তে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। আগামী সপ্তাহেই এর বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ মিলনায়তনে সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টিন খরচের ভর্তুকির চেক হস্তান্তর অনুষ্ঠানে সচিব আরো বলেন, ‘আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে এই আশ্বাস পেয়েছি।’ এদিকে একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বিদেশগামী কর্মীদের করোনার টিকার জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলায় সিভিল সার্জনদের সমালোচনা করেন।