kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

চট্টগ্রাম নগরে শনাক্ত ১৩% বাইরে ৫৩%

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রাম নগরে শনাক্ত ১৩% বাইরে ৫৩%

চট্টগ্রাম নগরের তুলনায় উপজেলাগুলোতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার চার গুণ বেশি নথিবদ্ধ হয়েছে। অবশ্য নগরের বাইরের লোকজন নমুনা পরীক্ষায় খুব একটা আগ্রহী নন। সেই কারণে মহানগরের বাইরে শনাক্ত হার যেমন বেশি উঠে আসছে; তেমনই গ্রামাঞ্চলে সংক্রমণ বাড়তে থাকায়ও প্রভাব পড়ছে শনাক্ত চিত্রে।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১১টি পরীক্ষাগারে মোট এক হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরের ৯৩০ নমুনায় শনাক্ত হয়েছে ১২৩ জন। অর্থাৎ মহানগরে শনাক্তের হার ১৩.২৩ শতাংশ। অন্যদিকে নগরের বাইরের ২৩২ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জনের দেহে করোনা ধরা পড়েছে। অর্থাৎ বাইরে শনাক্তের হার ৫৩.৪৫ শতাংশ। তা ছাড়া এ সময়ে নগরের বাইরে একজনের প্রাণও কেড়েছে করোনা। আর চট্টগ্রামের ফটিকছড়িতে সংক্রমণে উল্লম্ফন ঘটনায় গত বুধবার থেকে সেখানে আট দিনের বিশেষ ‘লকডাউন’ শুরু হয়েছে।

করোনার তথ্য পর্যালোচনা করে আরো দেখা যায়, গতকাল পর্যন্ত চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা হয়েছে চার লাখ ৮৮ হাজার ৩১৮টি। এর মধ্যে নগরে চার লাখ ৩৮ হাজার ২৯৩ নমুনা পরীক্ষায় গড় শনাক্ত হার দাঁড়িয়েছে ১০.১৮ শতাংশ। আর বাইরে ৫০ হাজার ২৫ পরীক্ষায় শনাক্ত হার দাঁড়িয়েছে ২৪.৪৯ শতাংশ। গতকাল পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে চট্টগ্রামে প্রাণ গেছে ৬৬৬ জনের।