kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

‘খুলে ফেলা হবে রিকশা-ভ্যানের মোটর’

নিজস্ব প্রতিবেদক   

২৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্যাটারিচালিত রিকশা ও ভ্যানের মোটর খুলে ফেলার সিদ্ধান্ত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত রবিবার সড়ক পরিবহন সেক্টরের শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. শরীফ মাহমুদ অপু এসব তথ্য জানান। এর আগে গত রবিবার সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সারা দেশে রিকশা-ভ্যানে মোটর লাগিয়ে রাস্তায় চলছে। শুধু সামনের চাকায় ব্রেক, পেছনের চাকায় কোনো ব্রেক নেই। প্রায়ই এ রিকশা ও ভ্যানগুলো যখন ব্রেক করে, যাত্রীসহ উল্টে যায়। এসব ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’সাতদিনের সেরা