kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

ঝুঁকিপূর্ণ জেলায় বিডিআরসিএসের জরুরি সহায়তা

নিজস্ব প্রতিবেদক   

২৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) দেশের যেকোনো দুর্যোগে জরুরি সাড়া দেওয়ার পাশাপাশি প্রতিনিয়ত কভিড-১৯-এর জনসচেতনতামূলক তথ্য প্রচার ও মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত রোগীদের পরিবহন সংকট আগের তুলনায় অনেকাংশে বেড়েছে।

গত বৃহস্পতিবার সোসাইটির জাতীয় সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়ান রেডক্রস ও আইএফআরসির সহায়তায় করোনা প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ ১০ জেলার জন্য ১০টি অ্যাম্বুল্যান্স ও প্রয়োজনীয় অক্সিমিটার হস্তান্তর করা হয়। জেলাগুলো হলো—রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, সাতক্ষীরা, যশোর, নওগাঁ, নোয়াখালী, খুলনা জেলা ও শহর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এরই মধ্যে বেশির ভাগ জেলায় অ্যাম্বুল্যান্সসেবা প্রদান শুরু হয়েছে। খুব শিগগিরই বাকি জেলাগুলোতে অ্যাম্বুল্যান্সসেবা কার্যক্রম শুরু করা হবে। কভিড-১৯-এ আক্রান্ত রোগীদের বিনা মূল্যে পরিবহনসেবা প্রদানের জন্য অ্যাম্বুল্যান্সগুলো ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে।সাতদিনের সেরা