kalerkantho

সোমবার । ৫ আশ্বিন ১৪২৮। ২০ সেপ্টেম্বর ২০২১। ১২ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

বাসাবো খালে যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক   

২৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার ৭ নম্বর গলিতে উত্তর বাসাবো খালের ঢালে বোতল কুড়াতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঝিলপাড় মসজিদের পাশে খালে পড়ে ওই যুবক নিখোঁজ হওয়ার পর ৯ ঘণ্টার উদ্ধার অভিযানেও তাঁকে পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ময়লার স্তূপ আর তীব্র পানির স্রোতের কারণে গতকাল সন্ধ্যা ৭টায় উদ্ধারাভিযান স্থগিত ঘোষণা করা হয়। আজ বুধবার সকাল থেকে আবার অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ ওই যুবকের নাম আবুল। তিনি খিলগাঁও ফ্লাইওভারের নিচে ভাসমান জীবন যাপন করেন। নিখোঁজ ব্যক্তির বন্ধু পরিচয় দেওয়া জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে এসে আবুলের বোতলসহ প্লাস্টিক কুড়ানোর বস্তা দেখে পরিচয় জানান। তিনি বলেন, আবুল সকালে ওই বস্তা নিয়ে বোতল কুড়াতে বেরিয়েছিলেন। তাঁর স্ত্রী-সন্তান থাকলেও তারা আবুলের সঙ্গে থাকতেন না। আবুলের গ্রামের বাড়ি ফরিদপুরে।