kalerkantho

সোমবার । ৫ আশ্বিন ১৪২৮। ২০ সেপ্টেম্বর ২০২১। ১২ সফর ১৪৪৩

৪২তম বিসিএস

মৌখিক পরীক্ষা ফের স্থগিত

নিজস্ব প্রতিবেদক   

২৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার ঊর্ধ্বগতিতে ফের স্থগিত করা হয়েছে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা। গত ৬ জুন শুরু হওয়া এই পরীক্ষা আগামী ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। করোনায় চিকিত্সক সংকট কাটাতে এই বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিত্সক নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার ঊর্ধ্বগতিতে ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৭ জুন বুধবার হতে স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

জানা যায়, ৪২তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণের মধ্যে ছয় হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা গত ২৩ মে শুরু হওয়ার কথা ছিল। করোনার ঊর্ধ্বগতিতে সেই পরীক্ষা স্থগিত করা হয়। এরপর গত ৬ জুন থেকে ফের মৌখিক পরীক্ষা শুরু হয়। সেটাও আবার স্থগিত করতে হলো পিএসসিকে।