kalerkantho

সোমবার । ৫ আশ্বিন ১৪২৮। ২০ সেপ্টেম্বর ২০২১। ১২ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

মোনাশ-ইউসিবির বিনা মূল্যের কর্মশালা

২৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরীক্ষায় সাফল্য অর্জনের কৌশল নিয়ে বিনা মূল্যে কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ‘ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ’ ও ‘মোনাশ কলেজ অস্ট্রেলিয়া’। আগামী শুক্রবার সকাল ১১টায় এই অনলাইন কর্মশালা শুরু হবে। সারা দেশের গ্রেড ৮ থেকে ১২ পর্যন্ত সব শিক্ষক-শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবেন। উপস্থিত সবাইকে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের পক্ষ থেকে সনদপত্র দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ের। মূল বক্তব্য দেবেন মোনাশ বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার উপ-উপাচার্য ও প্রেসিডেন্ট অধ্যাপক অ্যান্ড্রু ওয়াকার এবং মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জো মিথেন। সংবাদ বিজ্ঞপ্তি