kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

টিকায় প্রবাসীদের অগ্রাধিকার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা মহামারিতে দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা অগ্রাধিকার ভিত্তিতে দুই ডোজ কভিড-১৯ টিকার দাবিতে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে তাঁরা সুরক্ষা অ্যাপ চালুরও দাবি জানান। গতকাল মঙ্গলবার আগ্রাবাদে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদারের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা। এ ব্যাপারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বলেন, টিকা নেওয়ার মাধ্যম হলো সুরক্ষা অ্যাপসে নিবন্ধন। প্রধানমন্ত্রীও নিবন্ধন করেই টিকা গ্রহণ করেছেন। সুরক্ষা অ্যাপে নিবন্ধন এখন বন্ধ আছে। ওই অ্যাপে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে নিবন্ধন করতে হয়। কিন্তু বিশালসংখ্যক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই। তাই তাঁদের দাবি পাসপোর্ট নম্বর এবং বৈধ ভিসা নম্বর দিয়ে নিবন্ধনের ব্যবস্থা করা হোক। তিনি আরো বলেন, ‘আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি।’