kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

আবাসিক ও পরিবহন ফি প্রত্যাহারের দাবি ঢাবি ছাত্রলীগের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়। অথচ আবাসিক ফি চালু রেখেছে প্রশাসন। এতে শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণে ব্যর্থ হয়েছে। প্রশাসনের শিক্ষার্থীবান্ধব ভূমিকা প্রশ্নবিদ্ধ। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ছাত্রসমাবেশে এসব কথা বলেছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা। ‘আবাসিক ও পরিবহন ফি প্রত্যাহার, সব শিক্ষার্থীকে দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় আনা, মাদকমুক্ত ক্যাম্পাসের প্রশাসনিক নিশ্চয়তা, আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান বাস্তবায়নের রোডম্যাপ প্রণয়ন, মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন ও কভিড চিকিৎসার সুব্যবস্থার’ দাবিতে এই ছাত্রসমাবেশ করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় ইউনিট। সমাবেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা