kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি   

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মশিউর রহমান (৪৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। তিনি মাগুরা জেলার মকছেদ আলীর ছেলে। কালীগঞ্জ উপজেলার তত্ত্বিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া। মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, পুলিশ ফাঁড়িতে থাকা অবস্থায় করোনার উপসর্গ দেখা দেয় মশিউরের। এরপর গত ১৮ জুন নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।সাতদিনের সেরা