kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক   

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে ঢাকায়। গতকাল সোমবার ২৪০ জনের শরীরে পরীক্ষামূলকভাবে এই প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে। ঢাকার তিনটি হাসপাতালের টিকা কেন্দ্রে এই টিকা দেওয়া হয়।

আজ থেকে পরবর্তী ৭-১০ দিন এই টিকা দেওয়া বন্ধ রেখে গতকাল যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের পর্যবেক্ষণ করা হবে। সেই ফলের ভিত্তিতে পরবর্তী সময়ে আবার এই টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকা) ডা. সামসুল হক।

গতকাল ফাইজারের টিকা দেওয়া হয়েছে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৮৪ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭৮ জন ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে ৭৮ জনকে। মোট ২৪০ জনের মধ্যে ১৩৮ জন পুরুষ ও ১০২ জন নারী এই টিকা গ্রহণ করেছেন।

এ ছাড়া গতকাল চীনের সিনোফার্মার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে পাঁচ হাজার ৭৬৭ জনকে। এ নিয়ে চীনের এই টিকা দেওয়া হয়েছে মোট ১৬ হাজার ৩৪৩ জনকে।সাতদিনের সেরা