kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

টিকা দিয়ে দ্রুত চীনে পাঠানোর দাবি শিক্ষার্থীদের

কূটনৈতিক প্রতিবেদক   

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅগ্রাধিকার ভিত্তিতে টিকা দিয়ে আগামী সেমিস্টারের আগেই চীনে পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশে আটকে পড়া চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। গতকাল সোমবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভয়েস অব বাংলাদেশি স্টুডেন্টস ইন চায়নার’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে তাঁরা তিন দফা দাবি জানান। দাবিগুলোর প্রথমটি হলো পূর্ব ঘোষণা অনুযায়ী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কভিডের চীনা টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া এবং দ্রুত টিকা পাওয়া নিশ্চিত করা। দ্বিতীয় দাবি হলো, দীর্ঘ সাত মাস ধরে বন্ধ থাকা চীনে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের সব ভিসা পুনরায় চালু করা। তৃতীয় দাবি হলো, চীনা দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশি শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারের মধ্যেই চীনে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা।সাতদিনের সেরা